রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। বন্দর বাজারে কদমরসূল অঞ্চলের করদাতাদের উদ্যোগে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, বন্দরে ১৯ থেকে ২৭ নম্বর পর্যন্ত নয়টি ওয়ার্ড শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে অবস্থিত। এখানে আগের চেয়ে হোল্ডিং ট্যাক্স দ্বিগুণ করা হয়েছে। আমরা বন্দরবাসী মেয়রের কাছে এক সপ্তাহ আগে এ ব্যাপারে কথা বলার জন্য গেলেও তার দেখা পাইনি। বক্তারা আরও বলেন, ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডে নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়। আমরা যারা বাড়ি করছি কতই বা ভাড়া পাই। আমাদের পক্ষে এই দ্বিগুণ হোল্ডিং ট্যাক্স দেওয়া সম্ভব না। বন্দরবাসীর একটাই দাবি বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করতে হবে। ইউসুব আলীর সভাপতিত্বে ও অ্যাড. তপনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মোজাম্মেল হক, দুলাল আহম্মদ রূপালী, সালাউদ্দিন মিয়া, শাহ আলম, ইঞ্জিনিয়ার সালাম প্রমুখ।

সর্বশেষ খবর