সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

 নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ

বন্যা পরিস্থিতির অবনতি

প্রতিদিন ডেস্ক

 নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ

সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে। বরিশালে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর ও কুড়িগ্রামে কষ্টে দিন কাটছে বন্যাকবলিতদের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে। বসতভিটা ও ঘর-বাড়িতে পানি উঠায় চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বানভাসীদের রান্না করা কষ্টকর হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এ ছাড়া ঠান্ডা, জ্বরসহ হাত-পায়ে ঘা দেখা দিতে শুরু করেছে বানভাসীদের। কৃষি খেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষক। কারখানার মালিক-শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। শাহজাদপুর, এনায়েতপুর ও চৌহালীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন ভাঙনে বিলীন হচ্ছ বসতভিটা ও ফসলি জমি। অনেকে ভাঙন আতঙ্কে বসতভিটা সরিয়ে নিচ্ছে। অন্যদিকে, যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ চলনবিল, করতোয়া, ইছামতী, বড়াল, ফুলজোড়, হুড়াসাগর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে। বরিশাল : পানি কমলেও গতকাল বরিশাল বিভাগের ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বরিশাল পাউবোর সূত্র জানায়, গতকাল মেঘনা ও সুরমা নদীর পানি ভোলার তজুমুদ্দিনে বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ও দৌলতখানে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ ছাড়া বিষখালী নদীর পানি বেতাগী পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার, হিজলা পয়েন্টে ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কঁচা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ও পিরোজপুরে বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে কীর্তনখোলার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ঝালকাঠিতে বিষখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদীর বিপৎসীমার ১৭ সেন্টিমিটার, মির্জাগঞ্জে বুড়িশ্বর ও পায়রা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ও আমতলীতে ৩১ সেন্টিমিটার, বিষখালী নদীর পানি বরগুনা পয়েন্টে বিপৎসীমার ৩ সেন্টিমিটার এবং পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। জামালপুর : যমুনা নদীর পানি জামালপুর অংশে কমতে শুরু করেছে। জামালপুর পাউবো সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি কমেছে। এখনো বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম : কুড়িগ্রামে সব নদনদীর পানি কমতে শুরু করেছে। জেলার ১৬টি নদনদীর মধ্যে প্রধান তিস্তা, ধরলা, দুধকুমার নদীসহ ব্রহ্মপুত্র নদের পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার নদী তীরবর্তী অন্তত ৩০ কিলোমিটার এলাকাজুড়ে নদনদীর এসব ভাঙন অব্যাহত রয়েছে। এ ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫টি স্থানে ৭৮০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর