সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাঠে ছাতা মাথায় ক্লাস

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মাঠে ছাতা মাথায় ক্লাস

চরফ্যাশন উপজেলায় বেসরকারি সংস্থা কো-এইড স্কুল ঘরসহ আসবাবপত্র ভেঙে নেওয়ায় খোলা মাঠে ছাতা মাথায় দিয়ে চলছে পাঠদান কর্মক্রম। সরেজমিন গতকাল মধ্য চরআইচা কো-এইড প্রাথমিক বিদ্যালয়ে গেলে এমন চিত্রই দেখা যায়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিসান, সাকিব, সেলিনা ও তৃৃতীয় শ্রেণির তানহা জানায়, ২৭ আগস্ট বিদ্যালয়ে এসে দেখি স্কুল ঘরসহ আসবাবপত্র উধাও। এরপর শিক্ষকরা আমাদের দোকানের সমানে বসিয়ে পরীক্ষা নেন। পরীক্ষা শেষ হলে বিভিন্ন জায়গায় রোদবৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে পাঠদান করাচ্ছেন। মাটিতে বসে কষ্ট করে ক্লাস করতে হয়। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ঘর না থাকায় আমরা শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েছি। বর্তমানে রাস্তা-ঘাটে এবং মানুষের বাড়িতে পাঠদান চালিয়ে যাচ্ছি। চরফ্যাশনের ইউএনও) দায়িত্ব থাকা সহকারী কমিশনার ভূমি আবুল মতিন খান জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর