সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চায়না দুয়ারিতে মাছ নিধন

নওগাঁ প্রতিনিধি

চায়না দুয়ারিতে মাছ নিধন

নওগাঁয় নদী, খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অবাধে মারা পড়ছে দেশি প্রজাতির মাছ। ফলে ক্রমেই মাছশূন্য হয়ে পড়ছে উত্তর জনপদের মৎস্যভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই, সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার নদী, খাল-বিল ও জলাশয়। কয়েক উপজেলা ঘুরে দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি বেপরোয়া হয়ে উঠেছে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধনে। এবার আত্রাইয়ে বর্ষা মৌসুম শুরু থেকে নদী ও খাল-বিলে পানি কম। ফলে মিঠা পানির সব ধরনের দেশি মাছ সূক্ষ্ম চায়না জালে ধরা পড়ছে। অন্য বছরের তুলনায় এবার মাছের প্রজননও অনেক কম। তার পরও নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দেশি প্রজাতির মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার কয়েক শ জেলে পরিবার অসহায় হয়ে পড়েছেন। আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশচন্দ্র দেবনাথ বলেন, চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান চলছে।

সৈয়দপুরে চায়না দুয়ারি জাল জব্দ : সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, সৈয়দপুরে ৪ লাখ টাকা মূল্যের ৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সৈয়দপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম শুক্রবার দিনভর অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় জব্দ জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শহরের সওদাগর কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ খবর