মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়কে বাঁশভর্তি ট্রাক আতঙ্ক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সড়কে বাঁশভর্তি ট্রাক আতঙ্ক

টাঙ্গাইলের দেওদীঘি হাটের পাশের সড়কে রাখা বাঁশভর্তি ট্রাক -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুরে বাঁশের হাটের পাশে সড়কের ওপর ট্রাক ভর্তি বাঁশ রাখায় পরিবহন সংশ্লিষ্ট ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঢাকা-সখীপুর সড়কের দেওদীঘি হাটে সপ্তাহে চার থেকে পাঁচ দিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব ট্রাক সড়কে রাখা হয়, জানায় স্থানীয়রা। বাঁশ ব্যবসায়ী ও ট্রাকচালকদের অসচেতনতায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আশঙ্কা তাদের। সরেজমিনে স্থানীয়রা জানায়, ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে বাঁশ কিনে ঢাকায় নেওয়ার উদ্দেশে এখানে ট্রাক ভর্তি করে। রাত ৯টার আগে মহাসড়কে বাঁশের ট্রাক ঢোকানো নিষেধ। এ জন্য এসব ট্রাক সড়ক ঘেঁষে রাখা হয়। স্থানীয় আয়নাল হক বলেন, বাঁশভর্তি ট্রাক সড়কে দাঁড়িয়ে থাকায় মাঝে মধ্যে সড়কে যানজট সৃষ্টি হয়। মোটরসাইকেল চালক জামাল হোসেন বলেন, এগুলো সর্বসাধারণের জন্য আতঙ্ক। দেওদীঘি বাজার ইজারাদার ইয়াছিন আলী বলেন, এসব ট্রাক এবং বাঁশ দেওদীঘি বাজারের না। তার পরও আমি ট্রাকচালকদের অনেকবার সচেতন করেছি।

সর্বশেষ খবর