মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভাঙন রোধে যমুনায় সিসি ব্লক, জিও ব্যাগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভাঙন রোধে যমুনায় সিসি ব্লক, জিও ব্যাগ

সারিয়াকান্দিতে যমুনার ভাঙন রোধে ফেলা হয় সিসি ব্লক -বাংলাদেশ প্রতিদিন

ভয়াবহ বন্যায় যমুনা নদীর ভাঙন রোধে বগুড়ায় সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত কয়েক দিনের উজানের ঢলে ও তীব্র স্রোতে সারিয়াকান্দি উপজেলার প্রায় দেড় শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পাউবো ও স্থানীয় সূত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলার বন্যাকবলিত মানুষদের ঘরের আসবাবপত্র, গবাদি পশুও বিলীন হয়েছে নদীতে। এতে নিঃস্ব হচ্ছে অসহায় দরিদ্র মানুষ। ভাঙনের তীব্রতায় তীরবর্তী এলাকা থেকে বাড়িঘরসহ আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে নদীভাঙনের শিকার পরিবারগুলো। বগুড়ার পাউবোর নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, ভাঙন রোধে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা হচ্ছে। ম. আবদুর রাজ্জাক নামে পাউবোর এক ঠিকাদার ৪০ হাজার সিসি ব্লক নির্মাণ করেছিলেন। সেগুলো বিনামূল্যে তিনি পাউবোকে দিয়েছেন। যা যমুনার ভাঙনকবলিত এলাকায় ফেলা হচ্ছে।

সর্বশেষ খবর