শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গু পরীক্ষার কীট জব্দ, আটক ৬

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌর এলাকা থেকে মাইক্রোবাসসহ ডেঙ্গু পরীক্ষার ৩ হাজার ৯০০ পিস ভারতীয় কিট জব্দ করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসে থাকা ছয়জনকে আটক করা হয়। মাটিরাঙ্গা থানায় গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুক্তাধর এ তথ্য জানান। তিনি বলেন, খাগড়াছড়িতে মাদকসহ অবৈধ পাচারকারীদের অপতৎপড়তা রোধে পুলিশ প্রসাশন অভিযান অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় গতকাল মাটিরাঙ্গা পৌর এলাকায় ভারত থেকে আনা ডেঙ্গু পরীক্ষার বিপুল কিটসহ ছয়জনকে আটক ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটকরা হলেন- মাইন উদ্দীন, জাহাঙ্গীর আলম, মহিন উদ্দিন, জাকির হোসেন, আনোয়ার হোসেন  ও রবিউল ইসলাম। তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এক শ্রেণির লোক অবৈধ পথে ভারত থেকে কিট এনে বেচাকেনা করছেন।

 এসব কীটের কার্যকারিতা নিয়েও আছে নানা প্রশ্ন। চোরা কারবারিদের দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, জব্দ কীটের মূল্য ১০ লক্ষাধিক টাকা। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু জাফর মুহাম্মদ ছালেহ, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা প্রমুখ।

সর্বশেষ খবর