বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্য কমপ্লেক্সে কাক্সিক্ষত সেবা মিলছে না

নওগাঁ প্রতিনিধি

স্বাস্থ্য কমপ্লেক্সে কাক্সিক্ষত সেবা মিলছে না

নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী

নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ কম থাকায় তীব্র সংকট সৃষ্টি হয়েছে। কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের। বিশেষ করে ভর্তি হওয়া রোগীদের ভোগান্তি বেড়েছে। বিপাকে পড়েছেন প্রান্তিক ও হতদরিদ্ররা। সূত্র জানায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার একমাত্র ভরসা। এখানে বর্হিবিভাগ, আন্তবিভাগ ও জরুরি বিভাগে দিনে ৪০০-৫০০ রোগী সেবা নেন। সরকারি বরাদ্দের ওষুধ দিয়ে প্রতিদিন রোগীদের চিকিৎসা দেওয়া হয়। একজন রোগীর জন্য যেখানে দুটি কলেরা স্যালাইন প্রয়োজন, সেখানে একটি করে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। একাধিক রোগী ও স্বজন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর প্রয়োজনীয় ওষুধের বেশির ভাগই হাসপাতালের ডাক্তারদের দেওয়া স্লিপের মাধ্যমে বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে হতদরিদ্ররা বিনা চিকিৎসায় বাড়ি ফিরে যাচ্ছেন। বিশেষ করে কলেরা স্যালাইনের অভাবে ডায়েরিয়ায় আক্রান্তরা দুর্ভোগে পড়েছেন। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ অনেক সময় বাইরের ফার্মেসিগুলোতেও পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও দাম বেশি নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম বলেন, প্রকৃত চাহিদা অনুযায়ী ওষুধ ও স্যালাইন সরকারি ওষুধ সাপ্লাই কোম্পানি থেকে পাওয়া যায় না। তবুও সব সময় চেষ্টা থাকে রোগীদের সর্বােচ্চ সেবা দেওয়ার।

সর্বশেষ খবর