বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাঘাটায় ১২০০ কেজি সরকারি চাল জব্দ

গাইবান্ধা প্রতিনিধি

সাঘাটায় ১২০০ কেজি সরকারি চাল জব্দ

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নে জিআর প্রকল্পের ১২০০ কেজি চালসহ দুটি অটোভ্যান আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ চালকসহ ভ্যান দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, হলদিয়া ইউনিয়নের হতদরিদ্র পরিবারে বিতরণের জন্য সরকারিভাবে ৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিতরণ করা হয় চাল। বিতরণের সময় একটি চক্র বস্তা পরিবর্তন করে ১২০০ কেজি চাল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক বাড়িতে রেখে দেন। সেখান থেকে দুটি অটোভ্যানে চালগুলো নিয়ে যাওয়ায় সময় সাঘাটা-জুমারবাড়ী সড়কের ডাকবাংলাবাজার এলাকায় স্থানীয়রা আটক করে থানায় খবর দেন। এ ব্যাপরে স্থানীয় ইউপি চেয়্যারম্যান রাফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। সরকারিভাবে নিযুক্ত তদারকি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ জানান, চাল সরকারি তবে বস্তা পরিবর্তন করা হয়েছে। চালগুলো থানায় আছে। সাঘাটা থানার ওসি রাকিব হাসান জানান, দুটি অটো ভ্যানসহ ৩২ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সাঘাটার ইউএনও ইসাহাক আলী জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

তদন্ত শেষে প্রতিবেদন দাখিলসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর