শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

খানাখন্দে ভরা সাত কিলোমিটার

হবিগঞ্জ প্রতিনিধি

খানাখন্দে ভরা সাত কিলোমিটার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ-কাকাইলছেও আঞ্চলিক সড়ক -বাংলাদেশ প্রতিদিন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ কাকাইলছেও আঞ্চলিক সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে গর্তের পাশাপাশি দেখা দিয়েছে ধস। চলাচলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে বয়স্ক ও গর্ভবতীদের আনা-নেওয়ার ক্ষেত্রে বেশি ভোগান্তি হচ্ছে। মালামাল পরিবহনে বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিন দেখা যায়, আজমিরীগঞ্জ-কাকাইলছেও আঞ্চলিক সড়কের সাত কিলোমিটার জুড়ে রয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। এ ছাড়া ধসে পড়েছে একাধিক স্থান। সামান্য বৃষ্টি এলে গর্তগুলোতে পানি জমে যায়। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ওই সড়ক দিয়ে চলাচলকারী টমটম (ইজিবাইক) বেশি দুর্ঘটনার কবলে পড়ছে। স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ কাকাইলছে সড়ক দিয়ে আশপাশের অন্তত ১২ গ্রামের মানুষ আজমিরীগঞ্জ উপজেলা সদরে চলাচল করেন। ভাঙাচোরা রাস্তায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয় চলাচলকারীদের। স্থানীয় বাসিন্দা শাহান আহমেদ জানান, আজমিরীগঞ্জ কাকাইলছেও সড়কটি জনবহুল ও গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে ভারী যানবাহনসহ প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে। ব্যবসায়ী আলাউর রহমান জানান, এ সড়ক দিয়ে আমাদের মালামাল আনা-নেওয়া করতে হয়। সড়কের গর্তের কারণে ধীর গতিতে চলে যানবাহন। আহমদ আলী নামে এক ব্যক্তি জানান, শুধু উপজেলা সদরই নয়, ব্যবসা, চিকিৎসাসহ বিভিন্ন কাজের জন্য জেলা শহরে আসা-যাওয়ার ক্ষেত্রেও হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। জনবহুল এ সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে আজমিরীগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী জাফর ইকবাল বলেন, সড়কটির বিষয় আমাদের জানা আছে। এটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্পের প্রস্তাবনা দিয়ে রাখা হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার কাজ শুরু হবে।

 

 

সর্বশেষ খবর