বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিশুকে হত্যার পর মাটিচাপা

কুমিল্লা প্রতিনিধি

দুবাইয়ে চাচার শাসনের প্রতিশোধ নিতে দেশে এসে চাচাতো ভাইকে হত্যার পর মাটিচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার বরুড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইব্রাহিম খলিল (৭)। নিখোঁজের দুই দিন পর গতকাল তার লাশ উপজেলার ভবানীপুর ইউনিয়নের এগার গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়। অভিযুক্তের নাম আল-আমিন (২৬)। ইব্রাহিম বরুড়া পৌরসভার পাঠানপাড়া এলাকার দুবাই প্রবাসী মো. মাসুদের ছেলে। সে পাঠানপাড়া আল কোরআন মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। অভিযুক্ত আল-আমিন ইব্রাহিমের আপন চাচা রিপন মিয়ার ছেলে। এ ঘটনার পর আল-আমিন পলাতক রয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন নিহতের পরিবার ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, ইব্রাহিম ৪ সেপ্টেম্বর মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। তার মা জেসমিন আক্তার ৫ সেপ্টেম্বর বরুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গতকাল এগার গ্রামের নির্জন একটি বাড়ির মালিক মকবুল হোসেন দেখতে পান নতুন মাটি। মাটি সরালে তিনি ওই শিশুর হাত দেখতে পান।

 

সর্বশেষ খবর