শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ

জয়পুরহাট প্রতিনিধি

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ

অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে জয়পুরহাটের ক্ষেতলালে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের সংগীতালয় মিলনায়তনে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘের ক্ষেতলাল সভাপতি আজিজার রহমান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা, জয়পুরহাট শুভ সংঘের প্রধান উপদেষ্টা আলমগীর চৌধুরী, ক্ষেতলাল শুভ সংঘের উপদেষ্টা ফেরদৌসী রানা চৌধুরী, সহ-সভাপতি এস এম শওকত, সাধারণ সম্পাদক আজিজুল হক, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিলন প্রমুখ। বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করছে বসুন্ধরা। করোনাকালে হাজার হাজার পরিবারের মধ্যে খাদ্যসহায়তা, শীত নিবারণে কম্বল বিতরণ, অনগ্রসর শিশুদের শিক্ষা নিশ্চিত করতে শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা ছাড়াও বসুন্ধরা শুভ সংঘ সদস্যরা সমাজ বিনির্মাণে নানা কর্মসূচি পালন করছেন। বিনামূল্যে মেশিন বিতরণসহ সেলাই প্রশিক্ষণের মাধ্যমে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। দেশের কল্যাণে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দু-হাত উজার করে দিচ্ছেন। তাঁর এমন মহানুভবতা স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পথ সুগম করবে। উল্লেখ্য, ২০ নারীকে তিন মাস সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের দেওয়া সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হবে প্রত্যেক প্রশিক্ষণার্থীর মধ্যে।

 

সর্বশেষ খবর