শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। জন্মনিবন্ধন ও ওয়ারিশসহ বিভিন্ন সনদে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে গতকাল ওই ইউনিয়নের ঈশাননগর চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মেহারী ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম শামীম আকতার, ভুক্তভোগী ময়নাল হোসেন, কাদির মিয়া, দেলোয়ার হোসেন, মনির হোসেন প্রমুখ এতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মেহারী ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদ নিতে গেলে ১ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দিতে হয়। এত টাকা নেওয়ার নিয়ম না থাকলেও চেয়ারম্যানের নির্দেশে ওই ইউনিয়নের উদ্যোক্তা খালেদ মাসুদসহ একটি চক্র সবার কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার দলীয় লোক হওয়ায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু ও জুতা নিয়ে মিছিল করেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদ বলেন, অভিযোগকারীরা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের অভিযোগ করেছেন। সেবা নিতে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হয় না। পরিষদের উদ্যোক্তার ব্যাপারে অভিযোগ ওঠায় আমি তাকে বরখাস্ত করেছি। চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগের তদন্তকারী কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়াউল হক মীর জানান, সরেজমিন তদন্ত করেছি। আরও তদন্ত করতে হবে। 

 

সর্বশেষ খবর