শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জমি নিয়ে বিরোধ সংঘর্ষে আহত ৯

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনি গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে মজকুনি গ্রামের সনাতন চক্রবর্তীর সঙ্গে একই বাড়ির সন্তোষ চক্রবর্তীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। গতকাল ওই জমিতে এক পক্ষ ভবন নির্মাণকাজ শুরু করলে তা নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত সাথী চক্রবর্তী, সম্ভু চক্রবর্তী, সঞ্জিব চক্রবর্তী, গায়ত্রী চক্রবর্তী, সন্তোষ চক্রবর্তী, সমীর চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, আর্পিতা চক্রবর্তী, সচিন চক্রবর্তীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর