শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অনলাইন জুয়ায় কোটি টাকা পাচার

এজেন্টসহ আটক ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে অনলাইনে জুয়ায় কোটি টাকা পাচারের অভিযোগে এজেন্টসহ ৬জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। র‌্যাব বলছে, এসব জুয়াড়ি অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল র‌্যাব-১২ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার  লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ এ তথ্য জানান। আটকরা হলো- কাজীপুর উপজেলার গোদাগাড়ী গাড়াবেড় রবিউল হাসান (২১), একই গ্রামের ফেরদৌস আলী (২৭) ও রাসেল রানা (২৩), বিলচতল গ্রামের রায়হান কবির (২৮), মাইজবাড়ি গ্রামের সুইট রেজা (২৬), একই গ্রামের ইলিয়াস উদ্দিন (৩৬)। র‌্যাব কমান্ডার উল্লেখ করেন, একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনা করে আসছিল। গোপন সংবাদে বুধবার গভীর রাতে কাজীপুর উপজেলার গোদাগাড়ী গাড়াবেড় গ্রামের রবিউল হাসানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বাংলাদেশে অনুমোদনবিহীন অবৈধ বিভিন্ন প্রকার ভার্চুয়াল বেটিং/জুয়ার সাইট ক্যাসিনো জুয়ারি চক্রের এজেন্টসহ ছয়জনকে আটক করা হয়। তিনি আরও বলেন, এসব সাইট পরিচালনার জন্য দেশের স্বনামধন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধভাবে লেনদেন করা হচ্ছিল।

এ ছাড়াও অনলাইনে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে অনলাইনে জুয়া খেলার জন্য উৎসাহিত করা হতো। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়া সাইটের মাধ্যমে ভার্চুয়াল কারেন্সি সরবরাহ করা হতো। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে। এদের বিরুদ্ধে কাজিপুর থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর