শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বন রক্ষার দাবি উপকূলবাসীর

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় বন উজাড় বন্ধ, উপকূলের বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, কেওড়া ফল নিধন এবং বনদস্যুদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বলেশ্বর নদ ঘেঁষা বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা গ্রামে গতকাল পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, ওয়াটার কিপার্স বাংলাদেশ, এনিমেল লাভার্স অফ পাথরঘাটা, টাইগার টিম ও ডলফিন নামে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করে।

পরিবেশকর্মী জাকির হোসেন মুন্সি, শফিকুল ইসলাম  খোকন, এ.এস.এম. জসিম, জিয়াউল ইসলাম প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। পাথরঘাটা উপকূলবর্তী বনাঞ্চল আমাদের রক্ষা করে। কিছু অসাধু বনদস্যু গাছ কেটে বনের ধ্বংস করছে। বন এভাবে ধ্বংস করলে হুমকির মুখে পড়বে  বেড়িবাঁধ ও উপকূলের মানুষের জীবন। তারা বন রক্ষার দাবি জানান।

সর্বশেষ খবর