রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দেড় কোটি টাকার সোনার বার জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা কলারোয়া উপজেলার তৈলুইগাছা এলাকায় গতকাল একটি ভ্যানগাড়িসহ ১৪টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় আটক করা হয় ভ্যানচালক জাহাঙ্গীর হোসেনকে। জব্দ সোনার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকা।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার হবে এমন খবরে একটি দল সীমান্ত এলাকার কেড়াগাছিতে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টায় সীমান্তগামী একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চ্যালেঞ্জ করেন তারা। এ সময় চালক কেড়াগাছি জাহাঙ্গীর হোসেনকে জিঙ্গাসাবাদ ও তল্লাশি করা হয়। তার স্বীকারোক্তিতে ভ্যানের ব্যাটারি বক্সের ভিতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১৪টি সোনার বার পাওয়া যায়। বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। জাহাঙ্গীরকে সোপর্দ করা হয়েছে কলারোয়া সদর থানায়। এ ঘটনার তিন দিন আগে কলারোয়া সীমান্ত থেকে দুই চোরাকারবারিসহ বিজিবি ৩১টি সোনার বার জব্দ করে।

 

সর্বশেষ খবর