রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ফেনী প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে বাড়ির জায়গা নিয়ে চলা বিরোধ মেটাতে গিয়ে আবদুর রউফ (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। গন্ধব্যপুর গ্রামের আমজাদ মজুমদার বাড়িতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে আবদুল মোমিন জানান, তাদের বাড়ির দুই ভাই মিজান ও মামুনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে সালিশে ২০-২৫ জন  লোক উপস্থিত ছিলেন। সালিশ চলাকালে দুই ভাইয়ের তর্কাতর্কি শুরু হয়। হট্টগোল থামানোর চেষ্টা করেন আবদুর রউফ। তখন তার ওপর হামলা করে মামুন ও তার ছেলে আরমানসহ কয়েকজন। তাদের সবার হাতে দা-ছুরি ছিল। তারা বাবাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এটি পরিকল্পিত হত্যা। আমরা এর বিচার চাই। এ ঘটনায় আবদুল মোমিন বাদী হয়ে গতকাল থানায় হত্যা মামলা করেন। এদিকে সদর উপজেলা দৌলতপুর গ্রাম থেকে শুক্রবার রাতে ইসরাত জাহান উর্মি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উর্মির স্বামী মিজানুর রহমান কাতার প্রবাসী। নিহতের মা মনোয়ারা বেগমের দাবি নির্যাতন করে তার মেয়েকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। 

 

 

সর্বশেষ খবর