সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কথা কাটাকাটি থেকে সংঘর্ষ, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রামের ১০ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। গাইবান্ধার থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, শনিবার উপজেলার মহিমাগঞ্জ টাউন ক্লাব মাঠে তুচ্ছ বিষয় নিয়ে গোপালপুর ও জিরাই গ্রামের কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। মহিমাগঞ্জ ইউপির একজন সদস্য বিরোধ মীমাংসার জন্য সেখানে এগিয়ে গেলে তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এর জেরে গতকাল সকাল ১০টার দিকে জিরাই ও গোপালপুর গ্রামের কয়েকশ লোক মহিমাগঞ্জ বাজার এলাকায় সংঘর্ষে জড়ায়। উভয় গ্রামের লোকজনের সঙ্গে পৃথক বৈঠক করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান।

 

সর্বশেষ খবর