সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিবপুরে গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

কলাপাড়ায় যুবক ও গৃহবধূ খুন

নরসিংদী ও কলাপাড়া প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে সাইফুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে। খুনের পর তার মাথা এক স্থানে ও শরীর অন্যস্থানে ফেলে রাখা হয়। শিবপুর উপজেলার পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ থেকে গতকাল সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আইয়ুবপুর ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে গলা কাটা লাশ দেখতে পান। মাঠের একপাশে দেহ ও তার ১০০ গজ দূরে মাথা পড়ে ছিল। তারা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে স্বজনরা এসে শনাক্ত করেন। জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী শাহীদা বেগম বলেন, শনিবার সন্ধ্যার দিকে বাজারে যান তার স্বামী। রাত ৯টায় একটি দোকানে চা খাওয়ার সময় তিনি ফোন পেয়ে বের হয়ে যান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। বারবার তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাই। পরিচিত বিভিন্ন জনের বাড়িতে গিয়ে খোঁজ করেও সন্ধান পাইনি। সকালে ঈদগাহ মাঠে লাশ পড়ে থাকার খবর পাই। শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, সকালে খবর পেয়ে এসে দেখি লাশের মাথা মাঠের একপাশে এবং দেহ আরেক পাশে পড়ে আছে। লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসার লেনদেন নিয়ে শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে। তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে ঢুকে হাত-পা বেঁধে সাইদুল সরদার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী খাদিজা বেগম গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে। একই রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে নারগিস বেগম (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রাজিব হাওলাদার পলাতক রয়েছে।

এ দুটি ঘটনায় পৃথক মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, লাশ দুটো মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর