সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে আলোচিত রফি মন্ডল হত্যা মামলার আসামিরা বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আইনি সহায়তা চেয়ে পাবনা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন নিহত রফির ভাইয়ের ছেলে খাইরুল মন্ডল। অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ মে চরঘোষপুর ওয়াবদা বাঁধের পাশে রফিকুল ওরফে রফিরকে মুদি দোকানের সামনে গুলি করে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই খাইরুল মন্ডল বাদী হয়ে স্থানীয় আতিয়ার রহমান, মতিয়ার, হাবিবুর, ছাত্তার, হানিফ, নাছিম, হাবিল, মহির, শিমুলসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আসামিদের অনেকে জামিন নিয়ে এবং কয়েকজন জামিন ছাড়াই প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন। ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, লিখিত অভিযোগ হাতে  পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর