শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক দল সংঘর্ষ

পিস্তল হাতে যুবক গ্রেফতার

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ৬ সেপ্টেম্বর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষের সময় পিস্তল হাতে থাকা যুবক শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। পিস্তল উদ্ধার করতে পারেনি। শাহীন শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা।

সদর থানার ওসি সেকেন্দার আলী জানান, ৬ সেপ্টেম্বর দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের পর পিস্তলসহ এক যুবকের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। শনিবার রাতে শাহিনকে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া ব্রিজের ওপর থেকে গ্রেফতার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ বলেন, শাহীন ছাত্রলীগ নেতা। স্বেচ্ছাসেবক দলের মিছিলে তিনি পিস্তল দিয়ে গুলি করেন। এখন শাহিনকে বিএনপির লোক প্রমাণের চেষ্টা চলছে। জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান বলেন, শাহীন ছাত্রলীগের কেউ নয়। এক বছরে তাকে কোনো মিছিল সমাবেশে দেখিনি। শুনেছি এক সময় সে আদর্শ কলেজ ছাত্রীগের সাংগঠনিক সম্পাদক ছিল। একাধিক অভিযোগে ২০১৯ সালে ওই কমিটি বিলুপ্ত হয়।

সর্বশেষ খবর