মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জিকে খালের গাছ কাটা চক্রকে থামাবে কে

কুষ্টিয়া প্রতিনিধি

জিকে খালের গাছ কাটা চক্রকে থামাবে কে

কুমারগাড়ায় কেটে ফেলে রাখা জিকে প্রকল্পের গাছ -বাংলাদেশ প্রতিদিন

কুষ্টিয়া শহরতলির কুমারগাড়া এলাকায় একটি চক্র গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের দুই পাড়ের শত শত ফলদ ও বনজ গাছ কেটে নিয়ে গেছে। নির্বিচারে বৃক্ষ নিধন চললেও দেখার যেন কেউ নেই। প্রশ্ন উঠেছে : এই গাছ কাটা চক্রকে থামাবে কে?

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া বিসিকের পাশ দিয়ে বয়ে যাওয়া জিকে সেচ খালের দুই পাড়ের প্রায় এক কিলোমিটার এলাকার ছয় শতাধিক ফলদ ও বনজ গাছ বেশ কিছু দিন ধরে নির্বিচারে কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি চক্র। দ্রুত গাছ কাটার জন্য ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক করাত। এতে পানি উন্নয়ন বোর্ডের সেচ সম্প্রসারণ বিভাগের এক কর্মকর্তা ও স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলরের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। কুমারগাড়া খালপাড়া এলাকার বাসিন্দা তরিকুল জানান, মাস খানেক ধরে প্রকাশ্যে দিনের বেলায় খালপাড়ের গাছ কেটে ট্রলি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। যারা গাছ কেটে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারও নেই। পাউবো কুষ্টিয়ার সহকারী সেচ সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেন দাবি করেন, স্থানীয় বাসিন্দারা নিজ নিজ বাড়ির সামনের গাছ কেটে নিয়েছেন। কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, এটার দায়িত্ব আমার না, সমিতি আছে। কে গাছ লাগাইছে, কে কাটছে, এসব বিষয় আমি জানি না। খালের সেচ কমিটির সভাপতি আবদুল খালেক দাবি করেন, প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে। তারাই ভালো বলতে পারবে এসব গাছ কাটার সঙ্গে কারা জড়িত। এ বিষয়ে কুষ্টিয়া সামাজিক বনায়ন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পাউবো কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘বিভিন্ন জাতের গাছ কাটার প্রাথমিক সত্যতা পাওয়ায় স্থানীয় বটতৈল ইউনিয়নের বড়িয়া গ্রামের আবদুল খালেক ও সেলিম হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গত ৬ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে একমাস পেরোলেও এ ঘটনায় মডেল থানা পুলিশ এখনো কোনো মামলা রেকর্ড করেনি বলে শুনেছি’। কুষ্টিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ‘জিকে সেচ খালের পাড় থেকে সরকারি গাছ চুরির লিখিত অভিযোগটি ওসি অপারেশন পুলিশ পরিদর্শক দীপেন্দ্র নাথ সিংহ তদন্ত করছেন। তিনি মামলার সাক্ষী দিতে কয়েক দিনের জন্য স্টেশনের বাইরে থাকবেন। এখনো মামলা রেকর্ড বা গাছ চুরির অভিযোগে কাউকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ’।  

সর্বশেষ খবর