মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চার বছরেও শুরু হয়নি হাসপাতাল ভবন নির্মাণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের ভবন নির্মাণ কাজ শুরু হয়নি চার বছরেও। ঢাকঢোল পিটিয়ে ২০১৯ সালের ১২ জুলাই এই হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শহরের সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের সুলতান নগরে সৈয়দপুর ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের নামে ১৪৫ শতক জমি দান করেন সুলতান প্রামাণিক নামের একজন ইটভাটা ব্যবসায়ী। তার বড় ইচ্ছা ছিল জীবদ্দশায় তিনি হাসপাতাল ভবন দেখে যেতে পারবেন। কিন্তু লাল ফিতার দৌরাত্ম্যে তার সেই আশা গুড়েবালি করে দিয়েছে। ওই জমিদাতা না ফেরার দেশে গেছেন বছর দুয়েক আগে। সেখানে ডায়াবেটিক ক্লিনিক চালু রয়েছে। প্রতিদিন ৫০ থেকে ৬০ রোগী গড়ে চিকিৎসা নিতে আসেন। আউটডোর সার্ভিস চালু রাখতে দুজন চিকিৎসক কর্মরত আছেন। ডায়াবেটিক সমিতির মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। আর্থিক সংকট থাকায় অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কিনতে পারছে না কর্তৃপক্ষ। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম আছে। ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। খুব প্রয়োজন হয়ে পড়েছে এক্স-রে মেশিন, আল্ট্রাসনোগ্রাম মেশিন ও চোখ এবং দাঁত পরীক্ষার যন্ত্রপাতি। সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. শাহ মো. মতিয়ার রহমান বলেন, নানা জটিলতায় আমরা ভবন নির্মাণ করতে পারছি না।

সর্বশেষ খবর