মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাবিপ্রবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি

বর্ণিল আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতি বছর দিনটিকে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করা হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামানের নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেচে গেয়ে শিক্ষার্থীরা দিনটি উদযাপন করেন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, হাবিপ্রবি পরিবারের জন্য একটি আনন্দের দিন। শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি আমরা সহশিক্ষা কার্যক্রমের ওপরও গুরুত্বারোপ করেছি।

 

সর্বশেষ খবর