মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মারা গেছে চারটি হরিণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঢাকা থেকে বগুড়ার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের পশু অভয়ারণ্যের জন্য নিয়ে আসার সময় চিত্রা প্রজাতির পাঁচটি হরিণের মধ্যে চারটি মারা গেছে। জাতীয় চিড়িয়াখানা থেকে কেনার পর রবিবার সন্ধ্যা ৬টার দিকে ট্রাকে চিত্রা প্রজাতির পাঁচটি হরিণ পাঠানো হয় বগুড়া টিএমএসএসের পশু অভয়ারণ্যে। বগুড়ায় পৌঁছানোর পর খাঁচার মধ্যে চারটি হরিণ মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য হরিণটিও ছিল অসুস্থ। বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোশারফ হোসেন জানান, হরিণ ভয় পেলে, তাকে ধরতে গেলে হার্ট অ্যাটাক করে। প্রাণীটি খুবই নাজুক। পরিবহণের সময় তো ঝাঁকুনি লাগেই, লাফালাফি করেছে। এসব থেকে মারা যেতে পারে। টিএমএসএস পশু অভয়ারণ্যের নির্বাহী কর্মকর্তা মোস্তাকিম শাহ জানান, আমরা দেখেছি নিয়ে আসার পর হরিণগুলো খুবই দুর্বল থাকে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর