বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

গৃহবধূ হত্যায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগৈলঝাড়ায় গৃহবধূ রাশিদা হত্যা মামলার রায়ে তার দ্বিতীয় স্বামী তামিম শেখ ও সহযোগী রুবেল খাঁ ওরফে রুবেল দড়িয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা গোপালগঞ্জের বেদগ্রামের বাসিন্দা। নিহত রাশিদা বেগম আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি গ্রামের বাসিন্দা। তিন সন্তান নিয়ে রাশিদা আগৈলঝাড়ার বাকাল ১ নম্বর ব্রিজ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

আদালতের নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৯ জানুয়ারি ডাক্তার দেখানোর কথা বলে রাশিদাকে গোপালগঞ্জে নিয়ে যায় তামিম। রাতে একটি মাহেন্দ্রে আলফাযোগে গোপালগঞ্জ থেকে আগৈলঝাড়া বাইপাস মোড়ে নিয়ে রাশিদাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ছাড়া তার সঙ্গে থাকা ১০ মাস বয়সের সন্তান তনিমকে ফেলে রেখে যায় তামিম ও সহযোগিরা। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই দণ্ডাদেশ দেন।

সর্বশেষ খবর