শিরোনাম
বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কেন্দ্রে মা হলেন পরীক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের ঘোষপালা ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রেই মা হয়েছেন সুইটি আক্তার (২০) নামে এক আলিম পরীক্ষার্থী। গতকাল তিনি কন্যা সন্তান জন্ম দেন। সুইটি কেন্দুয়া উপজেলার বালুরচর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী এবং নিবিয়াঘাটা মাদরাসা থেকে এবার আলিম পরীক্ষা দিচ্ছেন। চার বছর আগে সুইটির বিয়ে হয়। এটি তাদের প্রথম সন্তান। কেন্দ্রসচিব আবুল হাসান মো. এনামুল হক জানান, পরীক্ষা চলাকালে ওই ছাত্রীর প্রসব বেদনার কথা জানতে পারি। এরই মধ্যে কেন্দ্রেই সন্তান প্রসব হলে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খাইরুল আলম সিদ্দিক রায়হান জানান, সময়ের আগেই বাচ্চার জন্ম হওয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য মা ও সন্তানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর