বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শ্রমিকদের সংঘর্ষ ইউএনও অবরুদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পাওনা টাকা নিয়ে লোড-আনলোড শ্রমিক ও সরদারদের সংঘর্ষে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম। বিকাল সাড়ে ৫টার দিকে ইউএনওকে উদ্ধার করে পুলিশ ও বিজিবি। জানা গেছে, সোমবার সন্ধ্যায় শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে সর্দারদের বিরোধের জেরে মহাসড়ক অবরোধ করা হয়। ইউএনও গিয়ে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। গতকাল সকাল থেকে আবারও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পাটগ্রামের ইউএনও নুরুল ইসলাম সেখানে গেলে উদ্ভিদ সংঘ নিরোধ অফিসে অবরুদ্ধ করে রাখা হয়। ওই অবস্থায় দুই গ্রুপে সংঘর্ষ বাধে। ইউএনও বলেন, আমি অবরুদ্ধ হয়ে ছিলাম। সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর