বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাদীর কান ছিঁড়ে নিল মাদক কারবারি

লালমনিরহাট প্রতিনিধি

মাদক কারবারিদের ধরিয়ে দেওয়া সুমন মিয়ার কান ছিঁড়ে ফেলে শ্বাসরোধে তাকে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মাদক কারবারি শহিদুল ইসলাম ওরফে মিলনসহ কয়েকজন জামিনে বেরিয়ে সুমনের ওপর এ হামলা চালায়। ঘটনাটি ঘটে সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে। সুমনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন সুমন।

হামলার জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে মিলনসহ কয়েকজন সুমনের পথরোধ করে মারধর করতে থাকে। একপর্যায়ে মিলন কামড়ে সুমনের কানের একাংশ ছিঁড়ে ফেলে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। তিনি চিৎকার করলে কয়েকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সুমন বলেন, জামিনে এসে মিলন ও তার লোকজন আমাকে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি দেখায়। এর জেরে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ঘটনা শুনেছি। কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি।

সর্বশেষ খবর