বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আইএইচটি অধ্যক্ষ বদলি বহিরাগত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনকে বদলি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রুহুল কুদ্দুস গত সোমবার ওই আদেশে স্বাক্ষর করেন। বদলি আদেশে বলা হয়, আইএইচটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. আমায়াত-উল-হাসিনকে বাগেরহাট ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে বদলি করা হলো। আগামী সাত দিনের মধ্যে বদলিকৃত স্থানে তাকে যোগদান করতে হবে। না হলে আট কার্যদিবসে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন তিনি। গ্রেফতার করা হয়েছে বহিরাগত ছাত্রলীগ নেতা সজল কুমার ঘোষকে। গত ২৯ আগস্ট বগুড়া আইএইচটি শিক্ষার্থী ও হোস্টেলের মিল ম্যানেজার আমিনুল ইসলামকে মারধর করেন সজল কুমার ঘোষ নামে বহিরাগত এক ছাত্রলীগ নেতা। প্রতিবাদে ওই দিনই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

সর্বশেষ খবর