বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বালুচাপায় প্রাণ গেল তিন শ্রমিকের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে পদ্মা নদীর তীরে অবৈধভাবে স্তূপ করে রাখা বালুচাপায় মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের হালিম শেখের ছেলে আবদুর রহিম (৫১), জৌকুড়া গ্রামের গেদা শেখের ছেলে মারুফ শেখ (১৯) ও কুষ্টিয়ার মিরপুর এলাকার আলী সরদারের ছেলে ইমরান শেখ (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জৌকুড়া বাজার সংলগ্ন পদ্মার তীরের একটি বালুর চালায় ট্রাক লোডের কাজ চলছিল। হঠাৎ বালুর স্তূপ ধসে তিনজন শ্রমিক চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মকর্তা বলেন, প্রায় ছয় মাস ধরে রাজবাড়ীর পদ্মা নদীর তীরে পৃথক ২৬টি স্থানে বালু অবৈধভাবে স্তূপ করে রাখা হয়েছে। আমরা অনেকবার এসব স্তূপ অপসারণের ব্যাপারে প্রশাসনকে অনুরোধ করলেও কাজ হয়নি। রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ আবদুল হান্নান বলেন, বালুর নিচে চাপা পড়ে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দীন বলেন, তিনজনের লাশ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াসমিন বলেন, তার উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধ বেশকিছু বালুর স্তূপ আছে। এগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করে অপসারণে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর