বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিদ্যালয়ে নিয়োগে অর্থবাণিজ্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরপাচুরিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষার আগেই অর্থবাণিজ্যের অভিযোগে উঠেছে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য এলাকাবাসীসহ ম্যানেজিং কমিটির সদস্যরা লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২১ জুন দৈনিক ভোরের কাগজে চরপাচুরিয়া উচ্চবিদ্যালয়ের শূন্যপদে সহকারী প্রধান শিক্ষক, একজন পরিচ্ছন্নতা কর্মী এবং অফিস সহায়ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ পরীক্ষার আগেই প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সভাপতি সুরুজ মোল্লা যোগসাজশ করে সহকারী প্রধান শিক্ষক পদে ইমরান হোসেন নামে এক প্রার্থীর কাছ থেকে ৭ লাখ ও পরিচ্ছন্নতা কর্মী পদে সোহেল নামে একজনের কাছ থেকে ১২ লাখ টাকা নিয়েছেন। পাতানো এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সভাপতি সুরুজ মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, স্বচ্ছ প্রক্রিয়া নিয়োগ দেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার জানান, জেলা শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়া হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ জানান, তদন্তে সত্যতা পেলে নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে।

সর্বশেষ খবর