বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাসপাতালে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোগী দেখা কেন্দ্র করে জরুরি বিভাগের চিকিৎসক ও সহযোগীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।

এ বিষয়ে আড়াইহাজার সফর আলী কলেজের ভিপি মাহদী হাসান রিফাত বলেন, ‘আমার পরিচিত এক লোক স্বজনকে নিয়ে ওই হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে ওই রোগীর সঙ্গে তর্ক হয় এক স্টাফের। একপর্যায়ে ওই স্টাফ রোগীর স্বজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। ওই সময় আমি হাসপাতালে ছিলাম। সেখানে গিয়ে প্রতিবাদ করি। কাউকে মারধর করিনি। কেউ যদি মারধরের কথা বলে তা সম্পূর্ণ মিথ্যা।’ স্থানীয়রা জানান, এক রোগীকে ডাক্তার দেখতে দেরি করায় রিফাতের নেতৃত্বে ২০-২৫ ছাত্রলীগ নেতা-কর্মী মোটরসাইকেলে মহড়া দিয়ে চিকিৎসক সাইফুল ইসলাম ও সহযোগী টুটুল মিয়ার ওপর হামলা চালান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর