শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সাতক্ষীরা সীমান্তে যুবক গুলিবিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ঘোনা সীমান্তে বুধবার দিবাগত রাত ১২টার দিকে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সকালে তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ যুবকের নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ইমদাদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকায় মাদক আনতে যান ইমদাদুল, এশারুল ও হাবিবুর রহমানসহ কয়েকজন। রাত ১২টার দিকে তারা মাদক নিয়ে সীমান্তের মেইন পিলারের শূন্যরেখায় ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছোড়েন। এতে হাবিবুর গুরুতর জখম হলে সহযোগীরা ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার সাহাবুদ্দিন জানান, তিনি লোকমুখে বিষয়টি শুনেছেন।

সর্বশেষ খবর