শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিত্যপণ্যের চড়া দাম কুতুবদিয়ায়

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। দাম বাড়ার নেপথ্যের কারণ পরিবহন খরচ। অন্য এলাকা থেকে এখানে পণ্য আনতে পরিবহন খরচ বেশি পড়ে এমন দাবি ব্যবসায়ীদের। তারাও বাধ্য হয়ে ক্রেতার কাছ থেকে বেশি দামে বিক্রি করছেন। ফলে একান্ত প্রয়োজন ছাড়া খরচ কাটছাঁট করে সংসার চালান দ্বীপ উপজেলার সাধারণ মানুষ। কুতুবদিয়ার বড়ঘোপ ও ধূরুং বাজারে ঘুরে দেখা যায়, পার্শ্ববর্তী উপজেলার চেয়ে প্রতি কেজি চাল, চিনি, পিঁয়াজ, রসুন ও আদা ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বাড়তি দাম রাখা হয় কাপড়-চোপড় ও প্রসাধনীরও।

উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) জর্জ মিত্র চাকমা বলেন, পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবু শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর