শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৭ দফা

শেরপুর প্রতিনিধি

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহরের নয়ানীবাজার এলাকার মা ভবতারা মন্দির প্রাঙ্গণে সকাল-সন্ধ্যা এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্টাচার্য ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। সংগঠনের দাবিগুলো হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, যথাযথভাবে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

সর্বশেষ খবর