শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার্থীদের টিফিনের টাকায় সড়ক সংস্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি

শিক্ষার্থীদের টিফিনের টাকায় সড়ক সংস্কার

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে সড়ক সংস্কার করছে। শিক্ষার্থীরা গড়ে তুলেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনও। নাম ‘একতাবন্ধন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম’। ‘যদি থাকে ইচ্ছা-দূর হতে পারে অনেক সমস্যা’ এ চেতনা নিয়ে চলতি বছরের মার্চে হাজীপাড়ায় আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গঠন করে এ সংগঠন। দীর্ঘদিন ধরে স্কুলের সামনের সড়কটি বেহাল অবস্থায় থাকায় দুর্ভোগ পোহাতে হতো তাদের। কোনো উপায় না পেয়ে স্কুলের টিফিনের টাকা জমিয়ে সংস্কারকাজ শুরু করে শিক্ষার্থীরা। স্কুলের সামনে থেকে প্রায় ১ কিলোমিটার রাস্তার কাজ করছে তারা। স্কুলের শিক্ষকরা তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংগঠনের সভাপতি স্কুলশিক্ষক আবদুস সালাম বলেন, ‘মানুষের উপকারে এগিয়ে আসার জন্যই এ সংগঠন। সম্মিলিত চেষ্টায় করা যায় সব কাজ।’

সর্বশেষ খবর