শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বজ্রপাতের ঝুঁকি কমাতে তাল চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

প্রাকৃৃতিক সৌন্দর্যবর্ধন এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে সড়কে ২ হাজার তাল গাছের চারা রোপণ করা হয়েছে। শেরপুর-ধুনট সড়কের শালফা থেকে বথুয়াবাড়ী পর্যন্ত তিন কিলোমিটারে গতকাল চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির অতিরিক্ত পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইব্রাহিম খলিল, আমিনুল বারী, দিলীপ কুমার সাহা, গোলাম মাহবুব মোর্শেদ, মামনুর রশিদ তুহিন, ডা. মো. শাহিন, নাসিম আহম্মেদ প্রমুখ। আবদুল্লাহ আল মামুন বলেন, এটা ভালো উদ্যোগ। এ কর্মসূচিকে সাধুবাদ জানাই। তালগাছ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও বজ্রপাতজনিত দুর্ঘটনা কমাতে সহায়তা করবে। স্থানীয় খানপুর ইউপি চেয়ারম্যান পিয়ার উদ্দিন বলেন, শারফা ও বোয়ালকান্দি মাঠ গরু-মহিষের চারণভূমি। প্রতি বছর বর্ষাকালে বজ্রপাতে এখানে কৃষকের প্রাণহানি ঘটে। তাল গাছ এলাকায় বজ্রপাত কমাবে। চারা রক্ষণাবেক্ষণে ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 

সর্বশেষ খবর