রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জলাবদ্ধতায় দুর্ভোগ নিম্নাঞ্চলে

হাজার হাজার মানুষ পানিবন্দি, তলিয়ে গেছে ফসলি জমি ও মাছের ঘের

সাতক্ষীরা প্রতিনিধি

জলাবদ্ধতায় দুর্ভোগ নিম্নাঞ্চলে

কষ্টে দিন কাটছে সাতক্ষীরার নিম্নাঞ্চলের জলমগ্ন এলাকার বাসিন্দাদের -বাংলাদেশ প্রতিদিন

কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, সাত থেকে আট দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার কামাননগর, মধুমল্লারডাঙ্গী, কাঠিয়া মাঠপাড়া, পুরাতন সাতক্ষীরা, বদ্দিপুর কলনি ও সদর উপজেলার ধুলিয়ার, ব্রহ্মরাজপুর, গোবিন্দকাটিসহ বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। তলিয়ে আছে এলাকার রাস্তা-ঘাট, বসতবাড়ি, বাড়ির আঙিনা, ফসলি জমি ও মৎস্য ঘের। চরম ক্ষতি ও দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বেতনা, মরিচ্চাপ ও কপোতাক্ষ নদের দুই ধারে অবৈধ বসতি ও দখলদারিত্বের কারণে পানি নিষ্কাশন হতে পারছে না। পলি জমে বন্ধ হয়ে আছে পানির প্রবাহ। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন স্লুইচ গেটগুলোও অকেজো হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু জানান, সাতক্ষীরা পৌরসভার চারটি ওয়ার্ডের নিম্নাঞ্চল ও সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহরসহ চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড খাল ও নদ-নদী খনন করছে। আশা করছি নদী খনন সম্পন্ন হলে পানি নেমে যাবে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ নির্বাহী প্রকৌশলী মো. আশিকুর রহমান জানান, নদ-নদী ও খাল খনন কাজ শেষ হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর