রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাঁচ দিন পর ১৭ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে সাগরে ভাসতে থাকা ১৭  জেলেকে উদ্ধার     করেছে কোস্টগার্ড। এফবি মা নামে একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা সাগরে ভাসছিলেন। বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকা থেকে গতকাল সকাল ৮টার দিকে তাদের উদ্ধার করে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ জানান, আধুনিক প্রযুক্তির সহায়তা প্রথমে ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর মোংলা কোস্টগার্ডের আওতাধীন কাগা  দোবেকি ও কচিখালী স্টেশনের সদস্যরা তাদের বঙ্গোপসাগরে সোয়াচ অব নো গ্রাউন্ডের গভীর সমুদ্র থেকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে এসব জেলেকে সুন্দরবনের মান্দারবাড়ি ফরেস্ট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর