রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

নাটোর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ ও গাইবান্ধায় পানিতে ডুবে মারা গেছে ছয় শিশু-কিশোর। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঠাকুরগাঁও : সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। ওই ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়া গ্রামে গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু রুহিয়া থানার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়ার দয়াল চন্দ্র বর্মণ ও ইতি রাণী দম্পতির সন্তান। নাটোর : দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদারবাজার গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো সাদিয়া (৭) ও খাদিজা (৬)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সাদিয়া শরিফুল ইসলামের আর খাদিজা ইমরান আলীর মেয়ে। স্থানীয়রা জানায়, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সাদিয়া ও খাদিজা। ময়মনসিংহ : গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে হেদায়েত উল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে। হেদায়েত ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গাইবান্ধা : ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মোস্তাক শাহরিয়ার দ্বীপ (১৭) নামে এক কিশোর মারা গেছে। বিকালে এ ঘটনা ঘটে। মৃত দ্বীপ উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউসি গ্রামের সাইফুর রহমানের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর