রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘বৈকালী’র সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি

‘বৈকালী’র সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

‘নাটক হোক মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কণ্ঠস্বর’ এই স্লোগানে দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান ‘বৈকালী নাট্য গোষ্ঠীর’ সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে গতকাল বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহাদুর বাজার গোলকুঠি বৈকালীর কার্যালয় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন দিনাজপুর প্রেস ক্লাব সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে আমাদের সন্তানকে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতি চর্চায় সম্পৃক্ত করতে হবে। দেশ ও সমাজ অবক্ষয়মুক্ত করে সুন্দর বাংলাদেশ গড়তে নাটকের বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যজন, অভিনেতা ও বৈকালীর প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আকবর আলী ঝুনুর সহধর্মিণী শিক্ষাবিদ ছায়া আকবর। র‌্যালিতে অংশ নেন- সুলতান কামালউদ্দীন বাচ্চু, রহমত উল্লাহ রহমত, তারেকুজ্জামান তারেক প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর