রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অনুকূল চন্দ্রের শুভাবির্ভাব দিবসে গঙ্গাস্নান

পাবনা প্রতিনিধি

পাবনায় সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব দিবসে মহোৎসব ও গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। পাবনা মানসিক হাসপাতাল চত্বরে ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্মলগ্ন ঘোষণার মধ্য দিয়ে গতকাল শুরু হয় উৎসবের কার্যক্রম। এ সময় সৎসঙ্গ বাংলাদেশের সভাপতি কুঞ্জবিহারী আদিত্য, সম্পাদক ধৃতবত আদিত্য এবং ঢাকার সাংগঠনিক সম্পাদক নিখিল মজুমদার বক্তব্য দেন। নিখিল মজুমদার বলেন, প্রতিবারের মতো এবারও আমরা ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে মহা মহোৎসব পালন করছি। এবারের উৎসবে বিপুল সংখ্যক পুণ্যার্থী স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন। বক্তব্য শেষে হয় গঙ্গাস্নানোৎসব। দুপরে মানসিক হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। বিকালে প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর