শিরোনাম
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় নিহত তিন মোটরসাইকেল আরোহী

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কে থাকা একটি ট্রাকে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাকচিড়া ইউনিয়নের রাকিব (২৩), তানভীর ও শাকিব।

মৌলভীবাজার : কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার রাতে বাংলাবাজার এলাকার রবির বাজার-টিলাগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোচালক মহরম মিয়া (৫০) ও যাত্রী লিয়াকত আলী (৬০)।

বগুড়া : বাসচাপায় মিনহাজ উদ্দিন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কে বারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনহাজ সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের কুকরুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় আকিজুল মুন্সি (১৯) ও অনিক বাড়ৈ নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আকিজুল বাগেরহাটের ডাবরা গ্রামের ফারুক মুন্সির ছেলে।

সাভার (ঢাকা) : রবিবার রাতে সাভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

নিহত ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান।

সর্বশেষ খবর