মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুর্বৃত্তের নির্যাতনে জুমচাষি নিহত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে মং শৈইথোয়াই মারমা (৫৫) নামে এক জুমচাষির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ২ নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগাপাড়া এলাকায় গতকাল তার লাশ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগাপাড়া এলাকার বাসা থেকে একদল যুবক জুমচাষি মং শৈইথোয়াই মারমাকে থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় ফিরে আসেননি। পরদিন ওই এলাকার প্রায় ২০৯ গজ দূরে জঙ্গলে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিউল জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে তাকে কেউ নির্যাতন করেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সর্বশেষ খবর