মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বন্ধুর মৃত্যু সইতে পারলেন না যুবক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আরাফাত (২৮) নামের এক যুবকের মৃত্যু সংবাদ শোনার পরই হৃদরোগে আক্তান্ত হয়ে মারা গেছেন তার বাল্যবন্ধু মোহাম্মদ আজম (২৮)। হাটহাজারী পৌরসভার আজিমপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজম উদ্দীন জানান, আজিমপাড়ার সাহাব্বির বাপের বাড়ির আরাফাত গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবরটি শোনার পর আরাফাতের বাল্যবন্ধু আজমও বেলা ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। স্বজনরা আজমকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আজিমপাড়া আইয়ুব খান লিটন জানান, আরাফাত ও আজম বাল্যবন্ধু ছিল। দুজনের সম্পর্ক গভীর ছিল। আরাফাত একটি মেটালের দোকানে চাকরি করত এবং আজম সিএনজি অটোরিকশা চালক ছিল।

 

সর্বশেষ খবর