মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চাকরি দেওয়ার নামে আত্মসাৎ ১৩ লাখ টাকা

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে চাকরি নিয়ে দেওয়ার নামে এক নারীর ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফেরদৌসি খাতুন গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেন। ফেরদৌসি উপজেলার খুবজীপুর ইউনিয়নের বালশা গ্রামের নুর মোহাম্মদের মেয়ে। অভিযুক্তরা হলেন একই এলাকার সোহেল রানা ও তার স্ত্রী কলি খাতুন।

ফেরদৌসি গতকাল তার বাড়িতে সংবাদ সম্মেলনে বলেন, ‘মাস্টার্স শেষ করে বাড়িতে বেকার ছিলাম আমি। এ কারণে এক দিন মরহুম আবদুল কুদ্দুস এমপির চাচাতো ভাইয়ের ছেলে সোহেল এবং তার স্ত্রী আমাকে পৌরসভার বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে ল্যাব অ্যাসিস্টেন্ট পদে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকা চান। তাদের দুই কিস্তিতে ১৩ লাখ টাকা দেওয়া হয়। পরে সোহেল ও তার স্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।’ অভিযুক্ত সোহেল মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ফাঁসানোর জন্য এসব মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর