মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ব্যবসায়ী কবির হোসেন হত্যা মামলায় দুজনকে মৃতুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার ইদ্রিস চৌকিদারের স্ত্রী সালেহা বেগম ও মনির হোসেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার কাজল মিয়া, জুয়েল, নুরুল ইসলাম, বরগুনার মাজেদুল ইসলাম মঞ্জু ও যশোরের লিটন। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২২ এপ্রিল নিখোঁজের এক দিন পর ফতুল্লার শিয়াচর এলাকার কবির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর