বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বানোয়াট ছবি দেখে শেরপুরে ‘ছি চেয়ারম্যান ছি’ আওয়াজ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

একটি বানোয়াট ছবি প্রচার করে মুশকিলে পড়েছেন বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল মোমিন মহসিন। ছবিটি খামারকান্দির যারাই ফেসবুকে দেখছেন তারাই বলছেন, ‘ছি চেয়ারম্যান ছি’। ছবিতে দেখা যায়, চেয়ারম্যান মহসিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করছেন। সমালোচকরা বলছেন, এটি সুপার এডিট করা, যেখানে মহসিন চালাকির সঙ্গে নিজের ছবি প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন। এলাকাবাসী বলছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কূটনৈতিক ভঙ্গিমায় তোলা সুপার এডিট ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করছেন চেয়ারম্যান। খামারকান্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট দিয়েছেন, যা নিয়ে এলাকাজুড়ে চলছে তোলপাড়। জানা যায়, আবদুল মোমিন গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হয়ে বিভিন্ন কর্মসূচি নিজের মতো পালন করতে থাকেন। কয়েকদিন আগে ঢাকা থেকে ফেরেন বগুড়ায়। তারপর তিনি প্রচার করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। নিজের ফেসবুকের ওয়ালে পোস্ট করেন বানোয়াট ছবি। ছবিতে দেখা যায়, ডান পাশে প্রধানমন্ত্রী আর বাঁ পাশে বসা চেয়ারম্যান আবদুল মোমিন মহসিন। উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন, মহসিন এ ছবিটি বিভিন্ন অফিসে দেখিয়ে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে ছবি তোলা কঠিন। মনে হয়েছে এটি ফটোশপে এডিট করা। বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, খুবই দুঃখজনক। ফটোশপের কারসাজিতে করা এ ছবির জন্য উপজেলার অনেকেই মহসিনকে উপহাস করছেন।

 

 

সর্বশেষ খবর